ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

ভিক্টোরিয়া কলেজের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
ভিক্টোরিয়া কলেজের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।  

শুক্রবার (২৪ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

 

দিনের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।  
এ সময় বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে কলেজ শিক্ষার্থীদের পত্রিকা ক্যাম্পাস বার্তার মোড়ক উন্মোচন করা হয়। এক বছরের জন্য সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান।  
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ইতিহাসের ধারক ও বাহক অবিভক্ত ভারত বর্ষের প্রাচীন এ বিদ্যাপীঠ। শুধু শিক্ষা বিস্তারে নয় এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ উন্নয়নে এ কলেজটির ভূমিকা চির স্মরণীয়। এ কলেজটি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ অগণিত আলোকিত মানুষ তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।