ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিতে অটোমেশন সেবা চালু, কাগজপত্র উত্তোলনের আবেদন অনলাইনে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
শাবিতে অটোমেশন সেবা চালু, কাগজপত্র উত্তোলনের আবেদন অনলাইনে

শাবিপ্রবি, (সিলেট): শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র উত্তোলন ও অন্যান্য কাজে গতিশীলতা আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন সেবা চালু করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মুহাম্মদ মাসুম।



তিনি জানান, ১৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন সিস্টেম সার্ভিস পুরোপুরি চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা ই-পেমেন্টের পাশাপাশি একাডেমিক কাগজপত্র উত্তোলনের ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিট ইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষক-কর্মকর্তারা পরিবহন, অডিটোরিয়াম, ভার্চ্যুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিং করতে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই https://eservice.sust.edu.bd লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ