ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবিপ্রবির ২ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবিপ্রবির ২ শিক্ষার্থী

শাবিপ্রবি (সিলেট): আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-২০২৩’ প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী।  

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি সিলভার মেডেল ও তিনটি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টিমের মেন্টর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রাইসা, ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. নাজমুল ইসলাম। ফাইনাল রাউন্ডে উভয়েই ২০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট পেয়ে এ পদকের জন্য মনোনীত হয়।

সিলভার পদক পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস ও আলভি মোল্লা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব। ব্রোঞ্জ পদক পেয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও তন্ময় ভৌমিক।  

পদকপ্রাপ্ত আটজনের মধ্যে সাতজনই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এবং একজন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

নিজের অনুভূতি জানিয়ে গোল্ড পদক প্রাপ্ত ইসরাত জাহান রাইসা বলেন, গোল্ড পদক পেয়ে আমি অনেক আনন্দিত। অনেক দিন পর আবারও শাবিপ্রবিতে গোল্ড অব অনার এসেছে আমার হাতে। আশাকরি ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম নিয়ে আসবে।  

প্রতিযোগিতায় ফাইনালিস্টদের সুপারভাইজেশনে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান। সার্বিক সমন্বয়ে ছিলেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ এর অফিসিয়াল অ্যাম্বাসেডর আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৯৮টি দেশের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক। এতে ফাইনাল রাউন্ডে মোট এক হাজার ৮০০ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির আটজন শিক্ষার্থী বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।