ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার, সাধারণ সম্পাদক মাঈন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার, সাধারণ সম্পাদক মাঈন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার একাংশের নতুন সভাপতি হিসেবে মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক হিসেবে মাঈন আহমেদ দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দপ্তর সম্পাদক নিনাদ খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

৩৫তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলেরদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাবির কলাভবনের সামনে বটতলায় ৩৫তম সম্মেলনের আয়োজন করে দলটি।  

দলটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- আনান, সাদ আহমেদ, কাশফিয়া হাসান মৌরি, প্রদ্যুৎ সরকার, রুদ্র রায় ও এন্টন চাকমা।  

এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মধুসূদন কর্মকার, দিগন্ত দাস, দুর্জয় রায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্ণি আনজুম, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্রানুপ্রু মার্মা লোটাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ জারিফ ইনান, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব খালাসি, ক্রীড়া সম্পাদক অং অং, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে তানভীরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।  

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- তানহা তানজিন, সাব্বির হোসেন, পৃথিং মারমা, আদনান আজিজ চৌধুরী ও শিমুল কুম্ভকার।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।