ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হচ্ছেন ইকবাল রউফ মামুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হচ্ছেন ইকবাল রউফ মামুন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হচ্ছেন ড. ইকবাল রউফ মামুন। তিনি বর্তমানে সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টের দায়িত্বে রয়েছেন।

 

সোমবার (৩০ অক্টোবর) প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

প্রভোস্ট কমিটির এক সদস্য জানান, রুটিন দায়িত্বের অংশ হিসেবে এক বছরের জন্য ক্রমান্বয়ে হল প্রভোস্টরা এই দায়িত্ব পান। সর্বশেষ দায়িত্বে ছিলেন বিজয় একাত্তর হলের প্রভেস্ট অধ্যাপক ড. আবদুল বাছির। এবার ক্রমানুসারে দায়িত্ব পাচ্ছেন সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ইকবাল রউফ মামুন।

তিনি আরও বলেন, আমাদের উপাচার্যের মেয়াদ আগামী ৩ নভেম্বর শেষ হচ্ছে। সে কারণে এটি তার সঙ্গে একটি নিয়মিত সভা ছিল, যেখানে তাকে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে ড. ইকবাল রউফ মামুন বলেন, এটি একটি রুটিন দায়িত্ব। রোটেশন করে প্রতিবছরই এটি পরিবর্তন হয়।

তিনি আরও বলেন, আজকে আমাকে দায়িত্ব দেওয়া হলো। বর্তমান উপাচার্য ও নতুন উপাচার্যের সঙ্গে কথা বলে বাকি প্রক্রিয়া সম্পন্ন করবো।

 

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।