ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

তোমরা মানুষ হবে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
তোমরা মানুষ হবে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন বক্তব্য দিচ্ছেন ইমদাদুল হক মিলন

পাবনা (ঈশ্বরদী): সব মেধাবি শিক্ষার্থীদের উদ্দেশে একুশে পদকপ্রাপ্ত দুই বাংলার জনপ্রিয় বরেণ্য কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, তোমরা মেধাবী, তোমরা মানুষ হবে, সোনার মানুষ হবে। তোমরা সোনার মানুষ হলেই সোনার বাংলাদেশ হবে।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

ইমদাদুল হক মিলন বলেন, মেধাবী শিক্ষার্থী যারা আছো, তোমরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার চেষ্টা করবে। আরেকজন সম্পর্কেও কিন্তু জানবে, তিনি হলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই দেশটি কখন সোনার বাংলা হয়ে উঠবে, যখন তোমরা শিক্ষার্থীরা সোনার মানুষ তৈরি হবে। তখন দেশ সোনার বাংলা হবে, তোমাদের আলোর বাংলাদেশ হবে।

সলিমপুর ইউনিয়নে স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী খায়রুল ইসলামের সভাপতিত্বে সংস্কৃতিক সংগঠক আফসার আলীর সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার প্রমুখ।

উপস্থিত ছিলেন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান সহ-সভাপতি জান্নাত মারজান ঐশি, যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি, যুগ্ম সম্পাদক সূচিত্রা পূজা, সাংগঠনিক সম্পাদক মেহবীন মুশফিকা, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, দপ্তর সম্পাদক শরীফ মাহ্দী আশরাফ জীবন, সদস্য আলী আকবর রাজু নিউজটোয়েন্টিফোরের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, ডেইলি সানের ঈশ্বরদী প্রতিনিধি আব্দুল বাতেন, বাংলানিউজটোয়িন্টফোর.কমের ঈশ্বরদী প্রতিনিধি টিপু সুলতান।  

আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা মাহবুব মো. আলম ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম ওলি, নারী বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন, নারী বিষয়ক সম্পাদক মাহবুবুন শিলা প্রমুখ।  

এর আগে এদিন বিকেল সলিমপুরে ইউনিয়নের জয়নগরে ‘স্বপ্নদ্বীপ রিসোর্টে’ শুভসংঘ পাঠাগার উদ্বোধন করেন ইমদাদুল হক মিলন।  

পরে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও প্রাথমিক বৃত্তি  পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২৫৮ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।