ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

পরে উপ-উপাচার্য উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।  

এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এদিকে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস। এতে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস-কে ৫-০ গোলে পরাজিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।