ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

দুই কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও উন্নত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোসহ সব ধরনের উন্নয়ন কার্যক্রম চলছে।

এ উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে চাইলে আগামীতেও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভবনটি উদ্বোধন করেন তিনি।

লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও বিদ্যালয়ের রোকসানা আক্তার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ