ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল করল ঢাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল করল ঢাবি

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল হলো।  

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এই সিজিপিএ শর্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অধিভুক্ত সরকারি সাত কলেজে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষ-২০২১ এবং অনার্স তৃতীয় বর্ষ-২০২১ পরীক্ষায় অংশ নিয়ে যে শিক্ষার্থীরা সিজিপিএ ২.০০ পেয়েছেন, তাদের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে উন্নীত করা হয়েছে।  

আগের নিয়ম অনুযায়ী সাত কলেজের বিভিন্ন অনুষদে এবং এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সিজিপিএ শর্ত অভিন্ন ছিল না। এ কারণে টানা কয়েক মাস বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন।  

এর পরিপ্রেক্ষিতে গত ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেখানে সিজিপিএ শর্ত শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। যা আজ বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করে ঢাবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা সেপ্টেম্বর ৪, ২০২৩
এসকেবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।