ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে ফিজিওথেরাপি সেন্টার স্থাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
জবিতে ফিজিওথেরাপি সেন্টার স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় সেন্টারটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। আমাদের ছাত্রদের নানান সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা শেষ করতে হয়। এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা নানা সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আমরা আজ ফিজিওথেরাপি সেন্টার চালু করেছি। আমরা খুব শিগগিরই একজন ফিজিওথেরাপি মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের জন্য ইউজিসির কাছে আবেদন করবো। ইউজিসি কর্তৃক অনুমোদন পেলে আমরা পূর্ণাঙ্গভাবে এ সেন্টারটি সচল রাখতে পারবো। এছাড়াও আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে আলাদা একটি ফিজিওথেরাপি ইউনিট নির্মাণ করার চেষ্টা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের সবারই ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন‌ হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক দূরে থাকেন। সবাই বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন। শিক্ষকদের অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, রিসার্চের জন্য দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এর ফলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য তাদের চিকিৎসা নিতে হয়। আমি নিজেও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকি। অনেক শিক্ষক আছে যারা কোমরে বেল্ট পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় আসেন, অনেকে একটা নেক সাপোর্ট নেয়। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি সেন্টার স্থাপন হওয়ায় আমরা এখান থেকেই চিকিৎসা নিতে পারব।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অনেক। দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ফিজিওথেরাপি সেন্টার আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্থাপন হলো। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। আর যেকোনো প্রয়োজনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. ফিরোজ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ