ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এক দফা দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এক দফা দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাকা: অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন প্রদানের দাবিতে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে এ অবরোধ শুরু করেন তারা।

 

সকালের দিকে শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস হয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘ঢাবি তোমার বাহানা,মানি না মানব না। এক দফা এক দাবি মানতে হবে,মানতে হবে’ বলে স্লোগান দেন।

এর আগে তারা ১৬ আগস্টও নীলক্ষেত মোড় অবরোধ করেন। জাতীয় প্রেসক্লাবেও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।