ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন ২০২৩ সিরিজের ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন ২০২৩ সিরিজের ফল প্রকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেলসহ জুন সিরিজের চারটি পরীক্ষার ফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল।  

বুধবার (১৯ আগস্ট) ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেলের এ ফল প্রকাশ করা হয়।

এর আগে ১০ আগস্ট ‘এএস’ ও ‘এ’ লেভেলের ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশের ৩৬ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশগ্রহণ করেন।  

‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেলের পরীক্ষার্থীদের কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় ছিল বাংলা, ইংরেজি  ও গণিত এবং  এএস এবং এ লেভেলে ছিল পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত।  

এ বছর ১৪৭টি দেশের ৫ হাজার ৬০০টি স্কুলে থেকে রেকর্ড সংখ্যক ১৭ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন। যা গত বছরের থেকে ১১ শতাংশ বেশি।  

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের রিজওনাল ডিরেক্টর মহেশ শ্রীবাস্তব ও এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।  

বাংলাদেশে ৮০টিরও বেশি স্কুল শিক্ষার্থীদের ক্যামব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে। ক্যামব্রিজ পাথওয়ে পাঠ্যক্রমে ‘আইজিসিএসই’তে ৭০টির বেশি এবং ‘ও’ লেভেলে ৪০টির বেশি এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে ৫৫টির বেশি বিষয় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।