ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৫৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৫৬

ময়মনসিংহ: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথমদিনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ৩৫৬ পরীক্ষার্থী।  

চারটি জেলা নিয়ে গঠিত এই বোর্ডের অধীনে ময়মনসিংহে ১৭৩, জামালপুরে ৮০, নেত্রকোনায় ৬৭ ও শেরপুরে ৩৬ জন অনুপস্থিত।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, উৎসবমুখর পরিবেশে মোট চারটি জেলার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০টি কেন্দ্রে প্রথমদিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। এতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।  

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৬ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৬ হাজার ১৮৭ জন ও ছাত্রীর সংখ্যা ৪০ হাজার ৪৭৪ জন।

এছাড়া ময়মনসিংহে মোট পরীক্ষার্থী ৩৩ হাজার ১৪২ জন, নেত্রকোনায় ১২ হাজার ৭৫১ জন, জামালপুরে ১৩ হাজার ৩৬৫ জন ও শেরপুরে ৭ হাজার ১৬০ জন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ