ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে ‘সাতক্ষীরা’, এগিয়ে ছেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে ‘সাতক্ষীরা’, এগিয়ে ছেলেরা ফাইল ছবি

সাতক্ষীরা: ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা।  

এ জেলা থেকে এ বছর ১৬ হাজার ৭৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৪৩৩ জন।

পাসের হার ৯১ দশমিক ৯৬ ভাগ।  পাশের হারে এগিয়ে ছেলেরা।  

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরাকে অভিনন্দন। এবছর সাতক্ষীরা যশোর বোর্ডের ১০টি জেলার মধ্যে পাসের হারে শীর্ষ স্থান অর্জন করেছে।

একইসঙ্গে তিনি আরও বলেন, সাতক্ষীরার একটি ব্যতিক্রম বৈশিষ্ট্যও রয়েছে। আর তা হলো যশোর বোর্ডের ১০টি জেলার মধ্যে সাতক্ষীরার ছেলেরা পাসের হারে এগিয়ে হারে। অন্যান্য জেলায় মেয়েরা এগিয়ে। সাতক্ষীরার মোট ১৫ হাজার ৪৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭৯৯ জন ছাত্র ও ৭ হাজার ৬৩৪ জন ছাত্রী পাস করেছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।