ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল প্রফের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল প্রফের ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবীব।

<<প্রকাশিত ফল দেখুন>>

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হলো। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশিত হয়েছে।

তবে এতে কোনো অসঙ্গতি দেখা দিলে ফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩

এসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ