ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জাবি শিক্ষক-কর্মকর্তাদের

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জাবি শিক্ষক-কর্মকর্তাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা সরকারের লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান। একইসঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু আমাদের একার নয়, এটি এখন দেশের সকল মানুষের দাবি। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে। এর মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন করে জনগণের আস্থা অর্জন করতে পারতো। কিন্তু তারা সেটা করেননি৷ এর মাধ্যমে প্রমাণিত যে, শুধু ক্ষমতা ধরে রাখতে তারা এ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমরা আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানাই৷

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন নির্বাচনগুলোর দিকে তাকালে আমরা আমাদের দেশের অবস্থা বুঝতে পারি। কোথাও গণতন্ত্রের চর্চা নেই৷ বর্তমানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সংকট এখন বিশ্ব সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচন আমাদের জাতীয় দাবিতে পরিণত হয়েছে ৷ আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাই।

বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুল বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না। এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। দিনের ভোট রাতে করেছে। এ দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার চায়। আজ দেশের মানুষের  জেগে ওঠার সময় এসেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও  রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন,গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন,শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক দেবব্রত পাল,কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবদুর রহিম।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।