ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির হলে পোষা প্রাণী নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
জাবির হলে পোষা প্রাণী নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলে বিড়াল ও অন্যান্য চতুষ্পদী প্রাণী পোষায় নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ড. মুরশেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের অভ্যন্তরে অনেক ছাত্রী বিড়াল পোষেন।

এর ফলে অনেক ছাত্রীর অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে যারা বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী (যদি থাকে) পুষছেন তাদের আগামী ৫ জুনের মধ্যে সে সব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো।

নির্ধারিত সময়ের পর হলে বিড়াল ও অন্য চতুষ্পদ প্রাণী থাকলে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন তা অপসারণে ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।