ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ রাতে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ রাতে

শাবিপ্রবি (সিলেট): মঙ্গলবার (২৩ মে) রাতে প্রকাশিত হবে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে রাতে মিটিং ডাকা হয়েছে। মিটিং শেষে রাতেই ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। এবারের পাশ মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০ নম্বর। যারা পাশ মার্ক পাবে তারা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবে।

এদিকে গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয় বলে জানায় ভর্তি কমিটি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।