ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে বন্ধ হলো শিক্ষকদের গবেষণা ভাতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
জাবিতে বন্ধ হলো শিক্ষকদের গবেষণা ভাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে এ ভাতা দেওয়া বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান বন্ধ করা হয়েছে। ’

ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ  করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, গবেষণা ভাতা বন্ধ করার ব্যাপারটা নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে। এ নিয়ে এখনই কিছু বলতে পারছি না।

এর আগে, গবেষণা ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হতো।

বাংলাদেশ সময়:  ০০৪২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ