ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
জাবিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবন ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।  

র‌্যালিতে প্রত্নতত্ত্ব বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. মাসুদ ইমরান, সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, সহযোগী অধ্যাপক ড.  নূরুল কবির ভূইয়া, সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, প্রতি বছরই আমরা আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করি৷ এ বছরও আমরা উদযাপন করছি। আমাদের বিভাগেও জাদুঘর সম্পর্কিত কিছু কোর্স আছে। আমরা প্রতি বছর সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করি৷ এ আয়োজনের মাধ্যমে আমরা সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করি যে, জাদুঘরের প্রয়োজনীয়তা আছে৷

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১৮,২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।