ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২ পরীক্ষার্থী

বরিশাল: চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল মোট ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। এছাড়া মোট ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় মোট ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ (৩ মে) মোট ৮৬ হাজার ১৮৯ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে এরমধ্যে অংশ নিয়েছে ৮৫ হাজার ৭ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা ১১৮২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৭।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ ৩৪৩ জন বরিশাল জেলায়, এরপর পটুয়াখালীতে ২৭১ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৩৮ জন, বরগুনায় ১১৫ জন ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।

এছাড়া ভোলায় ৬ জন,  পটুয়াখালীতে ২ জন ও ঝালকা‌ঠি‌ জেলায় ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।