ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. লায়লা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. লায়লা ড. লায়লা আশরাফুন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন।  

রোববার (৩০ এপ্রিল) ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. দিলারা রহমান।

 

নিজের অনুভূতি জানিয়ে লায়লা আশরাফুন বলেন, আজ সকালে ডিন হিসেবে দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতেও কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।