ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল রায়হান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল রায়হান

খুলনা: খুলনা জেলা কারাগারে বসে নারী ও শিশু নির্যাতন মামলার রায়হান নামে এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। রোববার (৩০ এপ্রিল) সে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে।

রায়হান খুলনার ফুলতলা উপজেলার দামুদর মিলানী হাইস্কুলের শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।

কারান্তরীণ অবস্থায় পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার মো. এনামুল কবির

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় এক মাস ধরে কারাগারে রয়েছে রায়হান। তার আবেদনের প্রেক্ষিতে ও আদালতের আদেশে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, কারাগার থেকে মূল পরীক্ষা কেন্দ্র দূরে হওয়ায় খুলনা জিলা স্কুল থেকে তার পরীক্ষার প্রশ্ন ও খাতার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।