ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিশনের কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
শাবিপ্রবিতে দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিশনের কমিটি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনাজপুর-নীলফামারী জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ সাহাকে সভাপতি এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার রায়কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাতুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল রায়, মানস রায়, সাংগঠনিক সম্পাদক বন্ধন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাকিব, দিপু রাম, সৌরভ শর্মা, আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ জুলফিকার আলম, উপ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান লিখন, আসাদুজ্জামান আশিক, অফিস সম্পাদক নাহিদ হাসান, উপ-অফিস সম্পাদক আবু শোয়েব তাকি, মুহতাসিম ইশরাক, প্রচার সম্পাদক রাফিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রিদওয়ান ইসলাম রিয়াদ, মো. মইনুল ইসলাম, আইটি সম্পাদক মো. সেলিম, উপ-আইটি সম্পাদক সৌরভ কুমার।

এছাড়াও ক্রীড়া সম্পাদক হিসেবে অমিত রায়, উপ-ক্রিড়া সম্পাদক তানভীর আহমেদ আবির, মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার সাম্মী, উপ-সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী রায়, অপূর্বা রায়, মো. মনির হোসেন, নারী বিষয়ক সম্পাদক জিন্নাতি সিদ্দিকা, উপ-নারী বিষয়ক সম্পাদক জানকি রায়, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া, মো. শামীম, মো. হাবিবুর রহমান, টগর পাল মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ