ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৮৬ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৮৬ কর্মকর্তা

ঢাকা: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে ৬৮৬ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সহযোগী অধ্যাপক পদের এসব কর্মকর্তাদের ২০২৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০০০০-৭১২০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়।

সোমবার (২০ মার্চ) রাতে এ নিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, কর্মকর্তাদের আবশ্যিকভাবে তাদের পিডিএস লগইন করে অবমুক্ত ও যোগদান করতে হবে। ইনসিটু বা সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত বেতন ও অন্যান্য ভাতা পাবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসব কর্মকর্তার পদোন্নতি আটকে থাকায় তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ