ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে ল্যাপটপ পেলেন প্রাথমিকের ১১৬ শিক্ষক   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
হবিগঞ্জে ল্যাপটপ পেলেন প্রাথমিকের ১১৬ শিক্ষক
  

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সরকারি ল্যাপটপ দেওয়া হয়েছে।
 
সোমবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেওয়া হয়।


 
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সদর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য দ্বিতীয় দফায় ল্যাপটপ বিতরণ করা হলো।
 
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম সাইদুল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাসহ অনেকে।
 
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
 
পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপজেলায় ক্যানসার আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২০,২০২৩
এসআই
                
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ