ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তিন সিনেমা নিয়ে শাবিপ্রবিতে চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
তিন সিনেমা নিয়ে শাবিপ্রবিতে চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি (সিলেট): তিন সিনেমা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল হাসান।

তিনি বলেন, চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যারয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব শুরু হবে।  

উৎসবের প্রথম দিন দুপুর ১২টায়, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। চলচ্চিত্রটি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়। পরিচালনায় ছিলেন প্রদীপ ঘোষ।

দ্বিতীয় দিন (১৭ মার্চ) বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে ‘জেকে ১৯৭১’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করতে ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তানের একটি বিমান হাইজ্যাক করেছিলেন ফরাসী নাগরিক জ্যঁ ক্যুয়ে। এ ঘটনা অবলম্বনে রচিত হয়েছে চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেন পরিচালক ফখরুল আরেফিন খান।

সর্বশেষ (১৮ মার্চ) দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। ‘সাঁতাও’ রংপুরের আঞ্চলিক একটি শব্দ। উত্তরাঞ্চলের মানুষরা একটানা সাতদিন বৃষ্টির সময় বুঝাতে ‘সাঁতাও’ শব্দটি ব্যবহার করে। এ সময়টা কৃষিনির্ভর সমাজে প্রভাব, সংগ্রাম, নারীদের সর্বজনীন সংগ্রাম ও মানুষের জীবনের কাহিনীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়।

প্রদর্শনীতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এবং প্রদর্শনীর দিন সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে টিকেট পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।