ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন ফাইল ফটো

ঢাকা: আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩২৯ জন। উইথহেল্ড রাখা হয়েছে ২০ জনের ফলাফল।

তাদের ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের ফলাফল বাতিল বলে গণ্য হবে। উত্তীর্ণরা অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন। তবে ৬ মাসের মধ্যে উত্তীর্ণরা নিজস্ব আইনজীবী সমিতির সদস্য পদ নিতে হবে।

গত ৯ মার্চ এ ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল।  

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষয় অংশ নেন। গত বছরের ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষয় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ