ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। রুয়েটের ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘রাজ-৭৫’ নামক একটি সংগঠন রুয়েটের ছয় জন অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দিয়েছে।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবনে বিভিন্ন বিভাগের এই মেধাবী শিক্ষার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ-৭৫ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রহমান।

অনুষ্ঠানে রুয়েট ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ফিরোজ, প্রকৌশলী ওয়াহিদ আজহার দুখু, প্রকৌশলী সাব্বির সুলতানসহ বিভিন্ন দফতর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধানরা, বিভিন্ন সিরিজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।      

এ সময় জানানো হয়- রুয়েটের (তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়) ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক সংগঠনটি রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২ লাখ ১৬ হাজার টাকা মেধা বৃত্তি দেবে।  

রাজ-৭৫ সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এই বৃত্তির অর্থের পরিমাণ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।