ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে তৃতীয় স্পট ভর্তি কার্যক্রম রোববার 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শাবিপ্রবিতে তৃতীয় স্পট ভর্তি কার্যক্রম রোববার 

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে তৃতীয় স্পট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

রোববার (৫ ফেব্রুয়ারি) ৬৮টি আসনে এ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।  

এতে বলা হয়, স্নাতক প্রথম বর্ষে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে শূন্য আসনে বিজ্ঞান অনুষদে (সাধারণ) শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে। আগামীকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এর ১২১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে।  

এদিন সকাল ৯টার দিকে ‘কোটায়’ স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং বিকেল ২টার দিকে বিজ্ঞান অনুষদে (সাধারণ) ৯ হাজার ৪০১ থেকে ১০ হাজার ৫০০ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।