ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধরের প্রতিবাদে মশাল মি‌ছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধরের প্রতিবাদে মশাল মি‌ছিল

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়া‌রি‌) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিলটি হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদকে গ্রেফতার করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় এখনও আনতে পারেনি। সিসি ক্যামেরায় জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা।

গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪ হাজার ১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ