ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ফকির আহম্মেদ শাহ (৬০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা-খুলনা সড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির আহম্মেদ জেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

একই কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হক বাংলানিউজকে জানান, সকালে সাতক্ষীরা থেকে কলেজে আসার পথে ভৈরবনগর পৌঁছালে একটি চলন্ত বাস তাকে বহনকারী মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে  খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ