ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি: পুনঃনিরীক্ষণে পাস আরও ৪১ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএসসি: পুনঃনিরীক্ষণে পাস আরও ৪১ শিক্ষার্থী ফাইল ছবি

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে ১৯০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছে ৪১ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার অরুণ চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণে ৪১ শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ এবং ৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে ১৫১ শিক্ষার্থীর। এছাড়া ২৯ জনের জিপিএ-৫-এর কোনো পরিবর্তন হয়নি।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব কবির আহমদ বলেন, শনিবার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট বোর্ডে প্রায় ২০ হাজার পরিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। তাদের মধ্যে ১৯০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

চলতি বছরে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৫ হাজার ৩৯১ পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন। গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫৬৫ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ