ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ফল পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৬৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ফল পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৬৪

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। এছাড়া ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন শিক্ষার্থী।

এতে সব মিলিয়ে মোট ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।  

শনিবার (২৪ ডিসেম্বর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.rajshahieducationboard.gov.bd) পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুনঃনিরীক্ষণে মোট ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছয়জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার খাতার নম্বর যোগ করতে ভুল হওয়ায় এ শিক্ষার্থীদের ফলাফল ‘ফেল’ এসেছিল।

আরিফুল ইসলাম বলেন, গত ২৮ নভেম্বর সারাদেশের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের ৩২ হাজার ২৫১টি খাতার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসএসসির এ ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। শনিবার বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত এ নতুন ফলফাল প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ