ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
শাবিপ্রবিতে গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণিত অলিম্পিয়াড-২০২৩ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে একযোগে এ অনলাইন রেজিষ্ট্রেশন চলছে। গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী ২০২০, ২০২১ এবং ২০২২ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ২০২৩ সালের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তারা নিজ নিজ আইডিতে গিয়ে নিবন্ধন করতে পারবে । গণিত উৎসবে অংশ নিতে চাইলে online.matholympiad.org.bd লিংকে রেজিস্ট্রেশন করা যাবে। ইমেইলে তথ্য পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজার নেম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ