ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গ্রাফিতি চিত্রে বিজয়ের উল্লাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
শাবিপ্রবিতে গ্রাফিতি চিত্রে বিজয়ের উল্লাস

শাবিপ্রবি (সিলেট): একাডেমিক ভবনে গ্রাফিতি চিত্র অঙ্কনের মাধ্যমে ‘বাঙালি সংস্কৃতি’ তুলে ধরে বিজয়ের উল্লাসে মেতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

তিনি জানান, দেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামক একটি কোর্স থেকে তারা অনুপ্রাণিত হয়েই নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২৬তম ব্যাচ) শিক্ষার্থীরা এ গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেয় । এতে প্রাগৈতিহাসিক, প্রাচীন, ব্রিটিশ, পাকিস্তান আমল ও বাংলাদেশ সময়ের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি-এর নিচতলায় নৃবিজ্ঞান বিভাগের পাশ্ববর্তী দেয়ালগুলোতে এসব গ্রাফিতি অংকন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) এ গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২ 
এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ