ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে বদলি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে বদলি বাতিল

ঢাকা: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের শিক্ষকের সংযুক্তি (বদলি) বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে সংযুক্তিতে থাকা শিক্ষকদের মূল কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসম্যহীনতা কমানো, বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।

সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালকের দপ্তরে ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাবেন।

মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ করার কথা থাকলেও মন্ত্রণালয় থেকে আরও পাঁচ হাজার পদে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ