ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহে মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ঝিনাইদহে মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই শুরু  ডোঙ্গায় আখ ফেলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলে ২০২১-২২ অর্থ বছরের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারা। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক আশরাফ আলী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান ও মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানান, এ মৌসুমে ৪৭ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৭ শতাংশ। এর মধ্যে ১০ হাজার মেট্রিক টন আখ কুষ্টিয়া মিল জোন থেকে সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।