ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকাবাংলা ফাইন্যান্স-মম ইন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জানুয়ারি ১৮, ২০২১
লংকাবাংলা ফাইন্যান্স-মম ইন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি

ঢাকা: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও মম ইন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) লংকাবাংলা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং মম ইন লিমিটেডের জেনারেল ম্যানেজার, জুয়েল খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি সই করেন।  

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মম ইন থেকে হোটেল পরিসেবার ওপর ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস, মো. মিনহাজ উদ্দিন, হেড অব কার্ডস সেলস, খাজা ওয়াছিউল্লাহ এবং মম ইনের সেলস এবং মার্কেটিং ম্যানেজার খন্দকার আল মুসাব্বিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।