ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদত্যাগ করলেন ইমরান খানের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জানুয়ারি ১৬, ২০২১
পদত্যাগ করলেন ইমরান খানের মুখপাত্র

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চান পদত্যাগ করেছেন। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় নাদিম আফজাল লেখেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করছি।

মন্ত্রিসভার কিছু সদস্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে। মন্ত্রিসভার এক বৈঠকে অসন্তোষ জানান ইমরান খান। সরকারের সিদ্ধান্তকে গ্রহণ করতে বা পদত্যাগের আহ্বান জানান তিনি। ইমরান খানের এমন আহ্বানের পরই নাদিম আফজাল পদত্যাগ করেন। তবে তিনি পিটিআই ছাড়ছেন না বলেও জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইমরান খান নাদিম আফজাল চানের পদত্যাগপত্র পেয়েছেন। তবে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।