ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমদানি-রফতানিতে ভোগান্তি কমাতে সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
আমদানি-রফতানিতে ভোগান্তি কমাতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ অন্যরা

ঢাকা: গ্রাহক ভোগান্তি কমাতে ও বাণিজ্য সহজ করতে সোনালী ব্যাংকের সঙ্গে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের (সিসিআইএন্ডই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে এ সেবা চালু হচ্ছে।

একইসঙ্গে প্রতিষ্ঠান দু’টির মধ্যে ই-পেমেন্ট সেবাও চালু হয়েছে। ফলে গ্রাহকরা সনাতন ধারার ব্যাংকে গিয়ে ম্যানুয়াল পেমেন্টের ঝামেলা থেকে মুক্তি পাবে। এতে তাদের সময়, যাতায়াত ও খরচ সাশ্রয় হবে। ঘরে বসেই এ পেমেন্ট করা যাবে।  

এদিন বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি-রফতানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডর 'সোনালী পেমেন্ট গেটওয়ে' শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর ও ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করেন।  

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এ বছর ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছরের পাশাপশি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। এ দু’টি বড় ঘটনা একসঙ্গে দেখছি এবার। সেজন্য আমরা এ বছরটা স্মরণীয় করে রাখতে বিভিন্নভাবে কাজ করছি। সবাই জানেন ১২ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন। আর সেই ধারাবাহিকতায় আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আমরা শতভাগ অর্জন করেছি সেটা বলছি না। তবে সে লক্ষ্যে আমরা এগোচ্ছি।

টিপু মুনশি বলেন, করোনাকালে আমাদের অনেক সমস্যা ও অনেক কিছু বাধাগ্রস্ত হয়েছে। তবে একটা বিষয়ে ভীষণ রকমের উন্নতি হয়েছে সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্মের। এ করোনায় একটি সুযোগ তৈরি হয়েছে যে আমরা কখনো চিন্তা করেনি বাড়িতে বসে অনলাইনে পেঁয়াজ কিনতে পারবো। এটা শুভ লক্ষণ।  

তিনি বলেন, সিসিআইএন্ডই গত জুন থেকে ডিজিটাল কার্যক্রম শুরু করেছে। আজকে সেটার সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা চাই সবাই ঘরে বসে সব রকমের সুবিধা উপভোগ করুক। করোনার মধ্যে খারাপ সময়ে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে।  

বাণিজ্যমন্ত্রী বলেন, অনলাইন ব্যাংকিং সুবিধা চালু হলে ইজ ডুইং বিজনেস  অনেক খানি এগিয়ে যাবে। মানুষের সময় বাঁচবে, ঘরে বসে সেবা পাবে ও ভোগান্তি কমবে। এ ধারাবাহিকতায় সব ব্যাংক এ পথে এগিয়ে আসবে বলে আমি আশা করছি। আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয় সব সময় সবার সঙ্গে আছে। সবাই মিলে চেষ্টা করলে দেশের সেরা মন্ত্রণালয় হতে পারবো। এজন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেন, ২০২৪-এ আমরা উন্নয়নশীল দেশে উন্নিত হবে। এজন্য ইজ অব ডুয়িং বিজনেস গুরুত্বপূর্ণ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। সামনে আরও ভালো করবো। এটি টিম কমার্সের একটি প্রয়াস। এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের কাজ সহজ হবে বলেও মনে করেন তিনি।  

সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বলেন, আজ সিসিআইএন্ডই-সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সোনালী পেমেন্ট গেটওয়ে মাধ্যমে অনলাইনে ফিস/চার্জ আদায় কার্যক্রম শুরু হচ্ছে। ই-পেমেন্ট চালুর ফলে গ্রাহকরা ম্যানুয়াল পেমেন্টের ঝামেলা থেকে মুক্তি পাবে। এতে তাদের সময়, যাতায়াত ও খরচ সাশ্রয় হবে। অন্যদিকে সিসিআইএন্ডই-এর কর্মকর্তারা রিয়েল টাইমে ই-চালানের তথ্য জানতে পারবেন। আমদানি-রফতানি সংক্রান্ত সেবাসমূহ আবেদনের সঙ্গে সঙ্গেই অনুমোদন করার প্রক্রিয়া শুরু করা যাবে। ইজ অব ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান আরও সংসহত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এ ই-পেমেন্ট সুবিধার কারণে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহক ক্যাশ অন কাউন্টার (ব্যাংক ব্রাঞ্চ), অনলাইন অ্যাকাউন্ট ট্রান্সফার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ ইত্যাদি), ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস ইত্যাদি)সহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে পেমেন্ট দিতে পারবেন।

আমদানি-রফতানির প্রধান নিয়ন্ত্রক সোলেমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধানসহ বাণিজ্য মন্ত্রণালয়, সোনালী ব্যাংক ও আমদানি-রফতানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।