ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন শাখা-উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন শাখা-উপশাখার উদ্বোধন ...

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি ভার্চ্যুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ বাজারে এসআইবিএল- এর ১৬৮তম শাখা ও নেত্রকোনার মোহনগঞ্জে ব্যাংকের ৬৩তম উপশাখার উদ্বোধন করেন।  

বুধবার (০৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, বিসি অ্যান্ড জিবিডি- এর প্রধান আব্দুল মোতালেব, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান।  

এছাড়াও মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল ব্যাংকের সলিমগঞ্জ ও নেত্রকোনা শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় বেশ কয়েকজন অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।