ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাট শিল্পের ঋণ ব্লক হিসাবে স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
পাট শিল্পের ঋণ ব্লক হিসাবে স্থানান্তর

ঢাকা: পাট শিল্পের ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের জন্য দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর জারি করা আদেশটিও ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পাটখাতের প্রতিটি কেসের গুণাগুন বিবেচনায় নিয়ে ব্যাংকার কাস্টমার সর্ম্পকের ভিত্তিতে ব্যাংক ঋণের সুদ-মুনাফা ও আবশ্যকীয় ক্ষেত্রে আসল বা এর অংশ বিশেষ ২০২০ সালের ৩০ জুন ভিত্তিক ব্লক অ্যাকাউন্টে স্থানাস্তরের আগে দুই বছরের মোরাটোরিয়াম সুবিধাসহ ১০ বছরে পরিশোধের সুবিধা দেওয়া হবে। তবে উপরোক্ত স্মারকের আওতায় ব্লক সুবিধা প্রদানোত্তর বিতরণ করা ঋণের ক্ষেত্রে পুনরায় ব্লক সুবিধা দেওয়া হলে সেক্ষেত্রে মোরাটোরিয়াম সুবিধা হবে সর্বোচ্চ এক বছর। জাতীয় অর্থনীতিতে পাটখাতের অবদান বিবেচনায় রেখে পাটখাতের ঋণ গ্রহীতাদের ঋণ হিসাবের জন্য ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ন্যুনতম দুুুই শতাংশ পাউনপেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।