ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিনিস্টার গ্রুপের সৌজন্যে চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, ডিসেম্বর ২৭, ২০২০
মিনিস্টার গ্রুপের সৌজন্যে চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

ঢাকা: মিনিস্টার গ্রুপের সৌজন্যে চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র করা হয়েছে। সম্প্রতি মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ডিরেক্টর এম এ রাজ্জাক খান রাজ এ শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা।  

শীতবস্ত্র বিতরণ শেষে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য, সাবেক হুইপ, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন এমপির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।