ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহার সঙ্গে এসিআই মটরসের চার বছরপূর্তি উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
ইয়ামাহার সঙ্গে এসিআই মটরসের চার বছরপূর্তি উদযাপন

ঢাকা: এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে।

বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট রয়েছে।

২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মটরসের সঙ্গে। শুরু থেকেই এসিআই মটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। ১২ নভেম্বর এসিআই মটরস উদযাপন কররো ইয়ামাহার সঙ্গে তাদের ৪র্থ বছরপূর্তি উৎসব। ইয়ামাহার সব শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যদের নিয়ে কেক কেটে এ উৎসবের শুভ সূচনা করা হয়। এ সময় করোনা ভাইরাস সচেতনতায় মাস্কের ব্যবহার ও করোনা প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডেড মাস্ক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।