ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ 

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ  ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।  

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এ বিক্ষোভ করেন বগাবাড়িতে অবস্থিত নালিজা সোয়েটার কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকরা।

 

শ্রমিকদের অভিযোগ, গত ১০ নভেম্বর ওই কারখানা থেকে কোনো নোটিশ ছাড়াই ২৬ জন শ্রমিককে এক যোগে ছাঁটাই করা হয়। কারখানা কর্তৃপক্ষ বেতনও দেয়নি। এর মধ্যে কারখানার সামনে গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানায় ঢুকতেও দেয়নি।  

এ বিষয়ে বাংলাদেশ গার্সেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। এক সঙ্গে এতোগুলো শ্রমিক ছাঁটাইয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের কাজে পুর্নবহাল না করলে, মালিকের বাড়ি ঘেরাও করা হবে।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা আল কামরান, শ্রমিক নেতা ইব্রাহিমসহ আরও অনেকেই।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।