ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংক পরিদর্শন করলেন বসুন্ধরা গ্রুপের এমডি

সিনিয়র  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
অগ্রণী ব্যাংক পরিদর্শন করলেন বসুন্ধরা গ্রুপের এমডি

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে যান এবং ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামস্-উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মো. রাজিব সামাদসহ বসুন্ধরা গ্রুপ ও অগ্রণী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বসুন্ধরা গ্রুপের এমডি অগ্রণী ব্যাংকে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, “করপোরেট আবহে বঙ্গবন্ধু কর্নার অগ্রণী ব্যাংক এমডির চমৎকার আইডিয়া। এ কর্নারের কল্যাণে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবো। ” 

এর আগে প্রথমে অগ্রণী ব্যাংকের এমডির সঙ্গে সাক্ষাৎ করেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

অগ্রণী ব্যাংকের এমডি বঙ্গবন্ধু কর্নারের ওপর আলোকপাত করে বলেন, “যার জন্য দেশটি স্বাধীন হলো, আমি ব্যাংকের বড় পদে বসতে পারলাম, সেই বঙ্গবন্ধুর সম্মানে কিছু করার ভাবনা থেকেই বঙ্গবন্ধু কর্নার। আমার এই আইডিয়া যে জাতীয় পর্যায়ে চলে যাবে তা আমি চিন্তাও করিনি। ” 

তিনি বলেন, “ত্রাণের চেক দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে আমি এই কর্নারের ছবি দেখাই। উনি প্রশংসা করে বলেন, গুড আইডিয়া। পরে সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বঙ্গবন্ধু কর্নার করার সরকারি নির্দেশনা জারি করেন। এখন তো শুধু দেশে নয়, বিদেশের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনেও বঙ্গবন্ধু কর্নার করা হচ্ছে। ” 

করপোরেট আবহে বঙ্গবন্ধু কর্নারের চমৎকার আইডিয়ার প্রশংসা করেন বসুন্ধরা এমডি। এই ধারণা দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসই/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।