ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা প্যাকেজের ঋণ চলতি মূলধনের ৩০ শতাংশের বেশি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২০
প্রণোদনা প্যাকেজের ঋণ চলতি মূলধনের ৩০ শতাংশের বেশি নয়

ঢাকা: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ অথবা বিনিয়োগ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুরোনো ঋণ গ্রহিতারা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি মূলধনের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ পাবেন। নতুন ঋণ অথবা বিনিয়োগ গ্রহীতারাও ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ অথবা বিনিয়োগের প্রাপ্যতা সীমার ৩০ শতাংশের অধিক হবে না।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, এ প্যাকেজের আওতায় সাধারণভাবে ঋণ গ্রহিতা বা গ্রাহক পর্যায়ে প্রতিটি ঋণ অথবা বিনিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) সার্কুলার নম্বর-০৮ (২০২০) অনুযায়ী ঋণ বা বিনিয়োগের প্রাপ্যতার সমপরিমাণ অর্থ কোনো গ্রাহকের অনুকূলে এক বছরে দেওয়া সম্ভবপর না হলে অবশিষ্ট প্রাপ্য অর্থ আলোচ্য প্যাকেজের অবশিষ্ট মেয়াদের মধ্যে ঋণ বা বিনিয়োগ হিসেবে দিতে যাবে।

বিদ্যমান ঋণ অথবা বিনিয়োগ গ্রহিতা অথবা গ্রাহক পর্যায়ে মোট ঋণ বা বিনিয়োগের পরিমাণ কোনোভাবেই ৩১ ডিসেম্বর ২০১৯ ভিত্তিক ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ মঞ্জুরি করা ৩০ শতাংশের বেশি হবে না। তাছাড়া নতুন ঋণ বা বিনিয়োগ গ্রহিতার ক্ষেত্রেও বিদ্যমান নীতিমালার আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ বা বিনিয়োগের প্রাপ্যতা সীমার ৩০ শতাংশের অধিক হবে না।

ব্যাংক কর্তৃক কোনো ঋণ বা বিনিয়োগ গ্রহিতাকে যেভাবেই ঋণ অথবা বিনিয়োগ দেওয়া হোক না কেন (এককালীন অথবা প্যাকেজের মেয়াদে একাধিক বছরে দেওয়া হয়ে থাকলে) একজন গ্রাহকের জন্য সংশ্লিষ্ট ব্যাংক এ প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ২(খ)-এ বর্ণিত মোট সীমার মধ্যে ঋণ বা বিনিয়োগের ওপর সুদ-মুনাফা ভর্তুকি প্রাপ্য হবেন। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।