ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের তৈরি সিলিন্ডার নিয়ে বিশ্ব বাজারে ওমেরা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৪, ২০২০
দেশের তৈরি সিলিন্ডার নিয়ে বিশ্ব বাজারে ওমেরা

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানি শুরু করলো ওমেরা।

স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি সম্প্রতি আফ্রিকার কয়েকটি সুপরিচিত এলপিজি কোম্পানিতে সিলিন্ডার রপ্তানি করার মাধ্যমে নতুন এ অধ্যায়ের সূচনা করলো।

কোম্পানিটির ডিরেক্টর আজম জে চৌধুরী বলেন, এটি শুধু ওমেরার জন্যই গর্বের বিষয় নয়, এটি সমগ্র বাংলাদেশের জন্য এবং দেশের এলপিজি শিল্পের জন্য একটি গর্বের বিষয়।

আজকে ওমেরার হাত ধরে বাংলাদেশের রপ্তানি শিল্পে নতুন এক অধ্যায়ের শুরু হলো। যার জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, আমরা আশা করি সামনের দিনগুলিতে বিশ্বের অন্যান্য দেশে যেখানে এলপিজি সিলিন্ডারের চাহিদা রয়েছে সেসব দেশেও ওমেরার উৎপাদিত সিলিন্ডার অতি শিগগিরই পৌঁছে দিতে পারবো। মানের দিক থেকে আপসহীন থাকার কারণেই এ সাফল্যের স্বীকৃতি পেয়েছে ওমেরা।

ওমেরা সিলিন্ডার লিমিটেড ২০১৫ সাল থেকে দেশে সুনামের সঙ্গে উন্নতমানের বিভিন্ন ধরনের এলপিজি সিলিন্ডার তৈরি করে আসছে যা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাহিদা মোতাবেক সরবরাহ করা হচ্ছে। ইউরোপিয়ান মানদণ্ড মেনে উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল, উৎপাদক এবং গ্রাহকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে ওমেরা অতি স্বল্প সময়েই দেশে সাফল্য লাভের পর এখন পা রাখলো বিদেশের মাটিতে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।