ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ কর্মসূচির ১ম পর্বের বিজয়ীরা পুরস্কৃত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ কর্মসূচির ১ম পর্বের বিজয়ীরা পুরস্কৃত পুরস্কার গ্রহণ করছেন বিজয়ী এক ক্রেতা।

ঢাকা: দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশনের চলমান ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারের প্রথম পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

গত ১০ মে ক্রেতাদের জন্য ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফার চালু করা হয়। এ অফারের আওতায় ভিশনের যেকোনো শো-রুম কিংবা ডিলার পয়েন্ট থেকে এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন বা এয়ার কুলার কিনে ওয়ারেন্টির সুবিধা পেতে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে যে কেউ পেয়ে যেতে পারেন এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ভিশন ইলেকট্রনিকসের মহা-ব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। এ কারণে আমরা ক্রেতাদের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি। কিন্তু আমরা দেখি অনেক ক্রেতা পণ্য কেনার পর ওয়ারেন্টি কার্ড যথাযথ পূরণ করেন না। এ কারণে পরবর্তীতে ক্রেতারা বিক্রয়োত্তর সেবা থেকে বঞ্চিত হন। ওয়ারেন্টি কার্ডটি ব্যবহারে উৎসাহ দিতে ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফার চালু করা হয়েছে।

ভিশন ইলেকট্রনিকসের সিনিয়র ব্রান্ড ম্যানেজার রাকিব আহমেদ বলেন, 'ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফার এর মাধ্যমে ভিশন রেফ্রিজারেটর কিনে ১ লাখ টাকা জিতে নিয়েছেন পঞ্চগড়ের রায়হান ইসলাম। এছাড়া ২৫ হাজার টাকা করে পেয়েছেন চট্টগ্রামের ময়নুল্লাহ চৌধুরী, নারায়ণগঞ্জের তুহিন আহমেদ, মাদারীপুরের হাসিনা বেগম, নীলফামারীর শামীম ইসলাম ও মো. আদিল ও ঝিনাইদহের মাহমুদুল হক।

‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত।

বুধবার (২৪ জুন) প্রাণ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।